ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন ছেলে রাকিবুজ্জামান আহমেদ।
রোববার (৮ মে) বিকেল ৩টা ২০ মিনিটে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৯ মে) বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ সারাবাংলাকে বলেন, কার্ডিওলজি বিভাগের ডা. মমেনুজ্জামানের অধীনে সমাজ কল্যাণমন্ত্রী চিকিৎসাধীন আছেন। তাকে গতকাল সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, শনিবার (৬ মে) লালমনিরহাটে নিজের নির্বাচনি এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী নুরুজ্জামান। এসময় তাকে গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।
রোববার দুপুর ১২টায় ডা. শাকিল গফুর সাংবাদিকদের জানান, মন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।
পরে দুপুর দেড়টার দিকে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের করা হয়। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঈদ উদযাপনের জন্য গত ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১০ মে পর্যন্ত মন্ত্রী বাড়িতে থাকার কথা ছিল তার।