বিরূপ আবহাওয়া: চট্টগ্রামে ১ ঘণ্টা আটকা কক্সবাজারমুখী ফ্লাইট
৯ মে ২০২২ ১৯:০৪
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর ফ্লাইটটি আবারও রওনা দেয় এবং নিরাপদে কক্সবাজারে গিয়ে পৌঁছে।
সোমবার (৯ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি (বিজি-৪৩৫) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সারাবাংলাকে বলেন, ‘ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কক্সবাজারে অবতরণ করতে না পেরে সেটি চট্টগ্রামে আসে। ফ্লাইটে ১৬২ জন যাত্রী ছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সেটি কক্সবাজারে নিরাপদে অবতরণ করেছে বলে আমরা জানতে পেরেছি।’
উল্লেখ্য, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের জেলায় দুপুর থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সারাবাংলা/আরডি/পিটিএম