Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো আরমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানের প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে নির্ধারিত বৈঠকে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত হয় বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, মো. এনামুল হক (আরমান) অবৈধভাবে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। আয় করা এই অর্থের মধ্যে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার বা ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।

বিজ্ঞাপন

আরও জানা যায়, এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর আরমানের বিরুদ্ধে মামলা করে কমিশন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী ছিলেন আরমান। এমনকি সম্রাটের সঙ্গে সখ্যতা গড়ে ওঠার কারণে ২০১৩ সালে ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের সহ-সভাপতির পদ পান আরমান।

সারাবাংলা/এসজে/পিটিএম

আরমান ক্যাসিনো চার্জশিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর