সয়াবিন তেল মজুত করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২০:৪৫
৯ মে ২০২২ ২০:৪৫
সিরাজগঞ্জ: সয়াবিন তেল মজুত রাখা ও মূল্যতালিকা না ঝোলানোয় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, সদর উপজেলার শিয়ালকোল এলাকায় মেসার্স সেলিম স্টোরকে সয়াবিন তেলের বোতল থাকার পরও মিথ্যা বলায় ও সুপার থাকা স্বত্ত্বেও মূল্য তালিকায় ক্রস করে রাখার কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে রেলগেটে লিটন স্টোরকে ৩ হাজার টাকা, বড় বাজারে আরও ২টি দোকানসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাবাংলা/এসএসএ