Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ার সঙ্গে জেলা শহরের নৌ যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২১:২১

নোয়াখালী: ঘূর্ণিঝড় আসানির কারণে নদী উত্তাল থাকায় হাতিয়া দ্বীপের সঙ্গে জেলা শহরের নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার (৯ মে) সকাল থেকে নদী উত্তাল থাকায় ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

হঠাৎ নৌ চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাতিয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সেলিম হোসেন জানান, মাছ ধরার সকল প্রকার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দ্বীপ উপজেলা হাতিয়ার উপর দিয়ে সকাল থেকে দমকা হাওয়া ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

আসানি হাতিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর