গ্রাম-শহরে ‘আর্মি রেটে’ রেশনিং ব্যবস্থা চায় বাসদ
৯ মে ২০২২ ২১:৪২
চট্টগ্রাম ব্যুরো: ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সমাবেশে বাসদ নেতারা গ্রাম-শহরে ‘আর্মি রেটে’ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
সোমবার (৯ মে) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নেতা মহিন উদ্দিন।
সমাবেশে বাসদ নেতারা বলেন, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকার দেশে তেলের দাম বাড়ানোর কথা বলছে। অথচ বর্তমানে দেশে মজুত আছে প্রায় ১১ কোটি লিটার তেল। তাহলে বাজারে তেলের সংকট কেন? তেলের দাম বাড়ানো হলো কেন? আসলে মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে সরকার তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা করছে।
বক্তারা আরও বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্মে জনগণ আজ দিশেহারা। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে চাল, সবজিসহ সব জিনিসের দামে আগুন। সরকারের গণবিরোধী সিদ্ধান্ত জনজীবন দুর্বিসহ করে তুলেছে।
বাসদের পক্ষ থেকে টিসিবির পণ্য বিতরণের আওতা ও পরিমাণ বাড়ানো এবং গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের সদস্য হেলাল উদ্দিন কবির, সদস্য রায়হান উদ্দিন ও ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
সারাবাংলা/আরডি/পিটিএম