Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ২২:২৯

হবিগঞ্জ: বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মশ্বব আলীর সঙ্গে একই গ্রামের ফজলু মিয়ার মাধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সোমবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।

ওসি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমও

দুপক্ষের সংঘর্ষ ফুটবল খেলা হবিগঞ্জ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর