ডিএসসিসির ৭ ওয়ার্ডে এডিস মশা নির্মূল অভিযান শুরু
১০ মে ২০২২ ১৩:৫১
ঢাকা: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
স্বাস্থ্য অধিদফতরের বর্ষা মৌসুম পূর্ব জরিপ অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মঙ্গলবার (১০ মে) সকালে শুরু হওয়া এই অভিযান চলবে আরও দুইদিন। ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদফতর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৭টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যে কারণে আজ থেকে সচেতনতামূলক ৩ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রথম দিনে ১৩, ১৫, ২১, ২৩, ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড এলাকায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড করা হবে। পাশাপাশি আগামী ১৫ জুন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
স্বাস্থ্য অধিদফতরের জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড উচ্চ এবং ১৩, ১৫, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডকে মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সারাবাংলা/আরএফ/এএম