Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৫:৫৩

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সেমিনার এবং আলোকচিত্র প্রদর্শনী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমানকে স্মরণ করার জন্য আগামী ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত ১০দিনের কর্মসূচি গ্রহণ করেছি। প্রত্যেকটি অঙ্গসংগঠন আলাদা আলাদা কর্মসূচি করবে। যেমন- যুবদল গঠনে জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল, যুব সমাজের উন্নয়নে তিনি কী কী কাজ করেছেন, তার দর্শনটা কী ছিল, সেগুলোকে ফোকাস করে আলোচনা সভা করবে জাতীয়তাবাদী যুবদল। একইভাবে স্বেচ্ছাসেবকদল, মুক্তিযোদ্ধাদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন কর্মসূচি করবে।’

তিনি আরও জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে ঢাকা মহানগর এবং একইভাবে সারাদেশে জেলা পর্যায় ত্রাণ বিতরণ কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা যাবেন।

এর আগে, নয়াপল্টনে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথসভা হয়।

সভায় উপস্থিত ছিলেন- রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারি, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, মহানগর বিএনপির আমিনুল ইসলাম, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের আনোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাইদ আহমেদ খান, শফিকুল ইসলাম চৌধুরী মিলন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, মৎস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, সেলিম রেজা, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, উলামা দলের মাওলানা ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

জিয়াউর রহমান বিএনপি মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর