Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ মার্কেট সংঘর্ষ: সূত্রপাতকারী ২ জন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৯:১২

ছবি: হাবিবুর রহমান

ঢাকা: নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। গ্রেফতার দু’জন হলো- মো. কাওসার ও মো. বাবু হোসেন।

মঙ্গলবার (১০ মে) রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর ফুটপাতে ইফতার সামগ্রীর টেবিল পাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। পরে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেট দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পর দিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।

এ ঘটনায় মামলা হলে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সারাবাংলা/ইউজে/পিটিএম

নিউ মার্কেট সংঘর্ষ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর