Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জুনেই পদ্মাসেতুর উদ্বোধন: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৩:২২ | আপডেট: ১১ মে ২০২২ ১৫:৩২

ফাইল ছবি

ঢাকা: আগামী জুনেই পদ্মাসেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১১ মে) দুপুরে সেতু কর্তৃপক্ষের সঙ্গে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি তো বলছি জুনে। আমি মন্ত্রী, আমি জেনেশুনে বলছি। আমরা প্রস্তুত।

পদ্মা সেতুর নাম কি হতে পারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা শেখ হাসিনা পদ্মা সেতু প্রস্তাব দিয়েছিলাম। বারবার আমি নেত্রীকে বলার চেষ্টা করেছি। পার্লামেন্টেও এ নিয়ে দাবি এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এটার জোরালো দাবি এসছে। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হচ্ছেন না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা সেতু বিভাগ থেকেও উদ্বোধনের যে সামারি পাঠিয়েছি, সেখানেও আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারও বলি আমাদের প্রস্তাবিত শেখ হাসিনা পদ্মা সেতু অনুমোদন করার জন্য।সেটা এখন প্রাইম মিনিস্টিারের এখতিয়ার তিনি দেখবেন।

সারাবাংলা/এএম

ওবায়দুল কাদের পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

এক ইনিংসে রুটের যত রেকর্ড
২৬ জুলাই ২০২৫ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর