Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ২০০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৪:৪২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুত, উচ্চ মুল্য নেওয়া, সয়াবিনের সঙ্গে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করানোর অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মজুতকৃত প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার (১১ মে ) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মজুতকৃত প্রায় দুই হাজার লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যায়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দ করা সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হবে। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

জরিমানা মজুত সয়াবিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর