সেলুন শ্রমিককের লাশ উদ্ধার, বন্ধুসহ আটক ২
১১ মে ২০২২ ২০:০৫
বগুড়া: বগুড়ার শাজাহানপুরে আশেকপুর ইউনিয়নের গোহাইলগাড়ী এলাকার একটি ডোবা থেকে সেলুন শ্রমিক শফিকুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শফিকুলের স্ত্রীর বড় ভাই ও শফিকুলের এক বন্ধুকে আটক করা হয়েছে। তারা মাদক সংশ্লিষ্টতায় শফিকুলকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বুধবার (১১ মে) দুপুরে শফিকুলের বাড়ির পাশে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া গ্রামের এরশাদ সরদারের পুত্র। তিনি পেশায় সেলুন শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন শফিকুল। এর মধ্যে বুধবার দুপুরে শাকপালা পশ্চিমপাড়ায় ডোবার পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটিকে শফিকুলের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় শফিকুলের বন্ধু মাসুদকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে শফিকুলের স্ত্রীর বড় ভাই সুমনকেও পুলিশ আটক করে।
শাজহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রউফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছেন, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে তারা শফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেন।
সারাবাংলা/টিআর