ছয় বছর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
নতুন কমিটিতে আহমেদুল কবীর তাপসকে সভাপতি এবং বি এম আলমগীর কবীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক বিবৃতিতে পাঁচ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে তারিকুল ইসলাম তারিক, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরহাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।