Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রীর লেনদেনে প্রিমিয়ার ব্যাংক-হাব চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
১১ মে ২০২২ ১৮:১২

হজযাত্রীদের আর্থিক লেনদেন নিয়ে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে হাবের আওতায় সারাদেশে যেসব এজেন্সি রয়েছে, তারা ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের সব লেনদেন কার্যক্রম সম্পন্ন করবে। কোনো বার্ষিক সদস্য ফি ছাড়াই ব্যাংক হাব সদস্যদের প্রিপেইড হজ কার্ড ও দ্বৈত মুদ্রার ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা এবং মাস্টার কার্ড) দেবে।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাব এজেন্টদের সৌদি আরবের যেকোনো ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পূর্ণ সহযোগিতা দেওয়া এবং পরবর্তী সময়ে বাড়ি ভাড়া ও অন্যান্য অনুমোদিত খরচ প্রদানের জন্য (উভয় সরকারের অনুমোদন সাপেক্ষে) ব্যাংকের যেকোনো শাখায় হাব সদস্যরা ক্যাশ ও অনলাইন ক্লিয়ারিংয়ের জন্য বিনা খরচে চেক জমা দিতে পারবেন।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম (এফসিএমএ) এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন (তসলিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অন্যদের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামিল হোসাইন, সিএমএ ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইলিয়াস এবং হাবের সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাব এজেন্ট ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রিমিয়ার ব্যাংক ২০১৭-১৯ বছরে এক লাখ ছয় হাজার প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই খাতে সেরার খেতাব অর্জন করে।

সারাবাংলা/টিআর

প্রিমিয়ার ব্যাংক হজযাত্রীদের লেনদেন হাব

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর