Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলেকট্রিক ফ্যানের ব্যাটারির মধ্যে আড়াই কেজি সোনা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ০৮:১৫ | আপডেট: ১২ মে ২০২২ ১০:৩৪

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা ইলেকট্রিক ফ্যানের ব্যাটারির মধ্য থেকে লুকানো অবস্থায় প্রায় আড়াই কেজি সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার (১১ মে) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ আবদুস সাদেক।

তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টায় গালফ এয়ারলাইন্সের জিএফ ২৫০ ফ্লাইটের মাধ্যমে হজরত শাহজালাল বিমানবন্দরে বাহরাইন থেকে আসেন যাত্রী শফিকুল ইসলাম। যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার লাগেজ স্ক্যান করা হয়। এসময় লাগেজের ভেতরে থাকা একটি ইলেকট্রিক ফ্যানের মধ্য সোনার ইমেজ পাওয়া যায়। পরে কাস্টম ব্যাগেজ কাউন্টারে যাত্রীর লাগেজ খুলে ইলেকট্রিক ফ্যানের ব্যাটারির মধ্যে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটক সোনার আনুমানিক ওজন ২ কেজি ৩শ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। সোনা ও যাত্রীর বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/এসএসএ

আড়াই কেজি সোনা আটক