Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কমিটির চেয়ারম্যানরা সহযোগী প্রতিষ্ঠানের কোনো পদে নয়

স্পেশাল করেসপন্ডেন্ট 
১২ মে ২০২২ ১০:০৯

ঢাকা: কোনো ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যাংকের পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত সহায়ক কমিটিতে থাকা চেয়ারম্যান ওই ব্যাংকের সহযোগী বা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের কোনো পদে থাকতে পারবেন না। একইসঙ্গে যারা বর্তমানে এই পদে আছেন, তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত পরিহার এবং নিরপেক্ষতা, পেশাগত মান ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৩(১) (ক) ধারায় কোনো ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানির পরিচালক থাকতে পারবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বা ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির চেয়ারম্যান, পরিচালক, সদস্য হিসেবে থাকতে পারবেন না। কোনো ব্যক্তি যদি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন তাহলে তাকে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ বা অব্যাহতি নিয়ে পদ শূন্য করতে বলা হয়েছে এবং পদ শূন্য হওয়ার তথ্য ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের  সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক বা মনোনীত পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর মেয়াদে দায়িত্ব পালন করেন, তাহলে তার মেয়াদপূর্তি বা অবসর বা অব্যাহতির পর ওই ব্যক্তিকে কখনোই ওই ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না। আর যদি এমন কোনো নিয়োগ হয়ে থাকে, তাহলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ পাওয়া ব্যক্তিকে পদত্যাগ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সার্কুলার জারির অব্যবহিত পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় সার্কুলারের বিষয়বস্তু উপস্থাপন করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

সারাবাংলা /জিএস

কেন্দ্রীয় ব্যাংক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর