Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ১৮:৪৮

ঢাকা: সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশে ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। বিভিন্ন ধরনের কর্মশালা ও সেমিনারের উদ্দেশ্যে বিদেশ সফরও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সফর বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা থেকে এ বিষয়ে ‘পরিচালক ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকাশ বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এক পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহর সই করা পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর বা এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট— উভয় ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই পরিপত্রের মাধ্যমে পরবর্তী কোনো আদেশ না আসা পর্যন্ত সব ধরনের সরকারি কর্মকর্তার যেকোনো ধরনের বিদেশ সফরের সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল।

সারাবাংলা/ইউজে/টিআর

বিদেশ সফর সরকারি কর্মকর্তা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর