Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন চাঁদাবাজির মামলায় খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ১৯:৫০

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন চাঞ্চল্যকর ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ তার আরও ৩ সহযোগী। বৃহস্প‌তিবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলার ৪ আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন- নূর হোসেন, তার ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান।

বিজ্ঞাপন

আদলতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের করা চাঁদাবাজির মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আট জন। মামলার তদন্ত শেষে পুলিশ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৪ জনকেই খালাস দিয়েছেন।

এর আগে, সকালে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় নূর হোসেনকে। পরে হাজির হয় তার তিন সহযোগীকেও। আদালতের কার্যক্রম শেষে ফের পুলিশি নিরাপত্তায় নুর হোসেনকে কাশিমপুরের নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/এমও

খালাস চাঁদাবাজির মামলা টপ নিউজ নূর হোসেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর