Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২২ ১২:২৪ | আপডেট: ১৩ মে ২০২২ ১৬:৩০

কিম জং উন, ছবি: আলজাজিরা

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রথম কোনো নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। এছাড়াও হাজারো মানুষ জ্বর উপসর্গে ভুগছেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৩ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৬ ব্যক্তি জ্বরে ভুগে মারা গেছেন। এর মধ্যে একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। জ্বর উপসর্গে ভোগা এক লাখ ৮৭ হাজার মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে পিয়ংইয়ংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লকডাউনের ঘোষণাও দেওয়া হয়। তবে আক্রান্তের সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

এদিকে উত্তর কোরিয়া থেকে করোনায় একজনের মৃত্যুর খবরকে বড় করে দেখছেন বিশেষজ্ঞরা বলছেন, দেশজুড়ে জ্বর ছড়িয়ে পড়া স্বীকার করাসহ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সবশেষ তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যেতে পারে যে, দেশটিতে সংক্রমণ এমনভাবে ছড়িয়েছে যা তারা আগে কখনো প্রত্যক্ষ করেনি।

সারাবাংলা/এএম

উত্তর কোরিয়া কিম উন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর