Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের নিবন্ধন শুরু ১৬ মে, চলবে ৩ দিন

সারাবাংলা ডেস্ক
১৩ মে ২০২২ ১৩:৪২ | আপডেট: ১৩ মে ২০২২ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন শুরু হবে ১৬ মে। চলবে ১৮ মে পর্যন্ত। এই ৩ দিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধন শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালে হজের জন্য টাকা জমা নিয়ে নিবন্ধনের কাজ সারা হলেও মহামারির কারণে সেবছর এবং পরের বছর কারও হজে যাওয়ার সুযোগ হয়নি। এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী এবং প্রাক-নিবন্ধনের ২৫ হাজার ৯২৪ ক্রমিক পর্যন্ত এ বছর হজের জন্য নিবন্ধনের আওতায় আসবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের ক্ষেত্রে এবার নিবন্ধনের আওতায় আসবেন ২০২০ সালের নিবন্ধিতরা।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হবে হজ। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। এরমধ্যে ৪ হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাবেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ হজযাত্রা হজের নিবন্ধন