Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২২ ১৪:৩৮ | আপডেট: ১৩ মে ২০২২ ২৩:৩৫

ঢাকা: মাথার ওপর সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বৃহস্পতিবার (১৩ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

তবে তার আঘাত আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডানদিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে ৩টি সেলাই দেয়া হয়েছে। তিনি শারীরিকভাবে স্ট্যাবল ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সারাবাংলা/ইউজে/এএম

মুরাদ হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর