কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ক্রসফায়ার শুক্কুর আটক
১৮ এপ্রিল ২০১৮ ১৪:২৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৪:২৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কক্সবাজার শহরের লাইট হাউস কটেজ জোন এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর প্রকাশ ক্রসফায়ার শুক্কুরকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত দেড়টার দিকে আল ছাহাব কটেজের ১০৪ নাম্বার রুমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শুক্কুর ওই এলাকার গুরা মিয়া মাঝির ছেলে।
পুলিশ জানায়, শুক্কুরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে। সে নিয়মিত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ায় ২০০৭ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার ডান পায়ে গুলি লাগে। সেই থেকে তিনি এলাকায় ক্রসফায়ার শুক্কুর হিসেবে পরিচিতি পান। এরপরও সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম জানান, মঙ্গলবার রাতে শুক্কুর জুয়ার আসর থেকে আটক করা হয়। শুক্কুর শহরের চিহ্নিত তালিকাভূক্ত সন্ত্রাসী। সে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সারাবাংলা/টিএম