Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গম রফতানি নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২২ ১৫:৫১

ছবি: এনডিটিভি

গম রফতানি নিষিদ্ধ করল ভারত। অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। শুধুমাত্র নিষেধাজ্ঞার আগ পর্যন্ত জারি করা ক্রেডিটপত্রের গম রফতানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর এনডিটিভি।

ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো দেশ অনুরোধ করলে গম রফতানির অনুমতি দেবে সরকার।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী ও সংকটগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চীনের পর বিশ্বে গম উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশগুলো থেকে গম রফতানি কমে যায়। ফলে বিভিন্ন দেশের ক্রেতারা ভারত থেকে গম আমদানি করার জন্য ক্রয়াদেশ দেন।

সারাবাংলা/এনএস

গম রফতানি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর