Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ২ ছেলের বিরুদ্ধে মাকে হত‍্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় দুই ছেলের বিরুদ্ধে মাকে হত‍্যার অভিযোগ উঠেছে। মৃত আনসারী বেগম পারুল (৭০) গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী ।

শনিবার (১৪ মে) সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী আফতাব উদ্দিন কিছুদিন পূর্বে তার ৪ সন্তানের মধ্যে দুই সন্তানকে ১৭ লাখ টাকা দিয়ে একটি এস্কোভেটার (ভেকু) কিনে দেন। পরে সেই টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে তালবাহানা শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে ভাইদের মধ‍্যে দ্বন্দ্ব দেখা দিলে অন‍্য দুই ছেলেকে ওই টাকার পরিবর্তে দুই বিঘা জমি কবলা মূলে রেজিষ্ট্রি করে দেন। সেই থেকে অন‍্য দুই ভাই মা-বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা-বাবার সঙ্গে দুই ছেলে বাকবিতণ্ডা হয়। শনিবার (১৪ মে) ভোরে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভেতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুলের (৭০) এর লাশ দেখতে পায় এলাকাবাসী।

এ ঘটনায় নিহতের স্বামী দুই ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলের স্ত্রী মোছা. রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আফতাব উদ্দীন নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

ঠাকুরগাঁও মাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর