বিএনপি এলে বুঝবেন কত ধানে কত চাল— দুদু’র হুঁশিয়ারি
১৪ মে ২০২২ ২০:৪০
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১৩ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করেছেন। লাখ লাখ মামলা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে বুঝবেন কত ধানে কত চাল।’
শনিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে দুদু এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর বিএনপি।
আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে, এটা মনে হয় তাদের জন্মগত অধিকার। আওয়ামী লীগ সব ছাড়তে রাজি, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না। কিন্তু ক্ষমতা ছাড়তেই হবে।’
‘বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে আপনাদের পরিণতিও ভাল হবে না।’ — সরকারের উদ্দেশে বলেন দুদু
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ টাকা ছাড়া কিছুই বোঝে না। ওবায়দুল কাদের বলেছেন— যারা আওয়ামী লীগ করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, অর্থাৎ তার দলের সবাই চোর সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। এজন্য উনাকে ধন্যবাদ জানাই। তবে টাকা যেখানেই পাচার হোক, বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরিয়ে আনা হবে। দেশের টাকা আকাশে যাক আর সাগরে ভাসুক, দেশে ফিরিয়ে আনা হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম ও ইয়াছিন চৌধুরী লিটনের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
সারাবাংলা/আরডি/এসএসএ