Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ কর্মস্থল থেকেই মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২১:০৮

ঢাকা: নির্ধারিত সময়ের আগেই নগর ভবনে এসে মশক নিধন অভিযান চালালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। প্রায় এক ঘণ্টা নিজ কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ে প্রবেশ করে সেখানে থাকা পরিত্যক্ত গাড়ি, জমে থাকা পানি ও মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ দেখে তাৎক্ষণিকভাবে সেগুলো পরিচ্ছন্ন করার নির্দেশ দেন মেয়র।

এ সময় আতিকুল ইসলাম বলেন, “আমি যেখানে অফিস করি, সেটি আমার নিজ আঙিনা। এটি পরিষ্কারের মাধ্যমেই ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার, নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রম শুরু করলাম।”

বিজ্ঞাপন

শনিবার (১৪ মে) রাজধানীর ডিএনসিসি নগর ভবনে ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র।

এদিন নির্ধারিত সময়ের আগেই গুলশান নগর ভবনের সামনের সড়কে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রমের উদ্বোধন করার কথা মেয়রের।

নিজ কার্যালয়ের বিভিন্ন স্থানে এডিস মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ দেখে তাৎক্ষণিকভাবে সেগুলো পরিচ্ছন্ন করার নির্দেশ দেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘এখান থেকে কার্যক্রমটি শুরু করার মূল লক্ষ্য হলো, সবাই যেন নিজ বাড়ি, আঙিনা, প্রতিষ্ঠান, কলেজ, স্কুল পরিষ্কারের উদ্বুদ্ধ হয়। সার্বিকভাবে সবাই যেন প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে সেগুলো পরিচ্ছন্ন করে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে, আমরা এডিস মশা থেকে রক্ষা পাব। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন পরিবেশ পাব।’

বিজ্ঞাপন

অভিযানের সময় পুরো নগরভবন ঘুরে দেখেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় এডিস মশার লার্ভা পাওয়া গেলে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বেলা পৌনে ১১ টার দিকে শেষ হয় মশক নিধন অভিযান।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এ বছরই মশা নিয়ন্ত্রণে কুইক রেসপন্স টিম গঠন করা হবে। টিমের সদস্যরা যেসব এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেখানে পরিচালনা করবে বিশেষ অভিযান।’

সিটি করপোরেশনের যেসব জোনাল অফিস আছে, সেগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে?— গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘সেখানে যে এক্সিকিউটিভ আছে তার বিরুদ্ধে মামলা হবে, জরিমানা হবে। অন্যান্য জায়গায় আমরা যেমন ব্যবস্থা গ্রহণ করি আমাদের অফিসগুলোতেও একইভাবে জরিমানা করব, মামলা দেব।’

তিনি বলেন, ‘রাজধানীর উত্তরে কোনো ভবনে এডিসের লার্ভা পেলে ওই ভবনের মালিকের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলাও করা হতে পারে।’ এদিন মশা মারতে ব্যবহৃত ওষুধে ভেজাল প্রমাণ করতে পারলে পুরস্কারের ঘোষণাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই নিজে সচেতন হয়ে এই কার্যক্রমকে আরও বেগবান করতে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে এগিয়ে আসুন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ নিয়ে এক জরিপ শেষে স্বাস্থ্য অধিদফতর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ এবং চারটি ওয়ার্ডকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জোরদার অভিযান শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসবি/পিটিএম

ডিএনসিসি মেয়র মশক নিধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর