Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলাবদ্ধতা নিয়ে অভিযোগ জানাতে ডিএনসিসির ২ হটলাইন নম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২৩:৩২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতার অভিযোগ জানাতে ফোন করা যাবে দুইটি হটলাইন নম্বরে। নম্বর দু’টি হলো— ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪। এছাড়াও সবার ঢাকা অ্যাপের মাধ্যমে জলাবদ্ধতার বিষয়ে জানানো হলে তাৎক্ষণিক কুইক রেসপন্স টিম পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ মে) ডিএনসিসি’র নগর ভবনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র মো. আতিকুল ইসলাম। মিট দ্য প্রেস অনুষ্ঠানের শুরুতেই বিগত দুই বছরের কার্যক্রম নিয়ে কথা বলেন মেয়র।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বিগত সময়ের তুলনায় ঢাকা শহরের জলাবদ্ধতা অনেক কমে গেছে। আমি দুই বছর আগে দায়িত্ব গ্রহণের সময় ডিএনসিসিতে জলাবদ্ধতার ১৪২টি হটস্পট ছিল, গত বছর সেটি ছিল ১০১টি এবং এ বছর সেটি ৪২টিতে নেমে এসেছে।’

তিনি বলেন, ‘দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা দশটি অঞ্চলের জন্য দশটি কুইক রেসপন্স টিম গঠন করেছি। তারা প্রয়োজনীয় পাম্প ও পানি অপসারণের যন্ত্র নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে।’

রূপনগর খালের জায়গায় যাদের স্থাপনা রয়েছে তাদের নিজ দায়িত্বে সরে যাওয়ার আহ্বান জানান মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘আগামী মাস থেকে এই খাল উদ্ধারে অভিযান শুরু হবে। অবৈধ দখলের জন্য আমি কোনো বৈধ নোটিশ দেব না। লাউতলা খাল উদ্ধার করতে পারলে রূপনগর খালও পারব। এ খাল সরাসরি তুরাগ নদীতে গিয়ে মিলিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

জলাবদ্ধতা ডিএনসিসি হটলাইন নম্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর