বুদ্ধ বন্দনায় ভারতের সহকারী হাইকমিশনার
১৫ মে ২০২২ ২০:৫৭
চট্টগ্রাম ব্যুরো: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। এসময় তিনি গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির আহ্বান জানান।
রোববার (১৫ মে) সন্ধ্যায় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন নগরীর নন্দনকাননে বৌদ্ধ বিহারে যান। বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অধীর রঞ্জন বড়ুয়া তাকে স্বাগত জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন, সহকারী হাইকমিশনার ভক্তদের সঙ্গে মিলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান এবং জগতের সকল প্রাণীর শান্তি কামনায় প্রার্থনা করেন। বুদ্ধ বন্দনা শেষে রাজীব রঞ্জন বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে তিনি বিহারে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, ‘আমি ভারত সরকারের পক্ষ থেকে সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। গৌতম বুদ্ধ আমাদের শান্তি ও সাম্যের পথ দেখিয়েছেন। সেই পথে আমাদের চলতে হবে। গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে সবাইকে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে।’
বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, যুগ্ম মহাসচিব অরুণ কুমার বড়ুয়া দেবু, টিংকু বড়ুয়া এসময় ছিলেন।
সারাবাংলা/আরডি/টিআর