পাটগ্রামে ভুট্টা ক্ষেত থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার
১৫ মে ২০২২ ২২:৫৪
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ভুট্টা ক্ষেত হতে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) সকালে জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মৃত ওই মেয়েটির নাম ফারজিনা আক্তার। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
মেয়েটির বাবা আব্দুর রহমান জানান, মেয়েটির মৃগী রোগ ছিল। গতকাল বিকেলে সে বৃষ্টির মধ্যে গরুকে ঘাস খওয়ানোর জন্য ভুট্টা ক্ষেতের দিকে। এর পর সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েটি আর বাসায় ফেরেনি। রাত থেকে সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর মেয়েটির মৃতদেহ ভুট্টা ক্ষেতে পাওয়া যায়।
পাটগ্রাম উপজেলার জোংড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর থেকে আমরা ঘটনাস্থলে আছি। আমাদের সঙ্গে থানার পুলিশও আছে। মৃগী রোগের কারণে ভুট্টা ক্ষেতের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।’
তবে মেয়েটির শরীরে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানান ওসি।
সারাবাংলা/পিটিএম