Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ-অর্থায়নে মানিকগঞ্জে চিকিৎসা সেবা

সারাবাংলা ডেস্ক
১৫ মে ২০২২ ২৩:১২

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি থানার রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে অসহায়, দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার (১৫ মে) দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান (জানু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞাপন

চিকিৎসা শিবিরে প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি ৩৮২ জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শাখাগুলোর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/পিটিএম

চিকিৎসা সেবা যমুনা ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর