Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই টিটিই নির্দোষ, ক্ষমা চাইতে হবে রেলমন্ত্রীর আত্মীয়কে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৩:৪৪

ঢাকা: রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পর জরিমানা করে বরখাস্ত হওয়া সেই টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। সোমবার (১৬ মে) ওই ঘটনা অনুসন্ধানে গঠিত কমিটি সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে টিটিই শফিকুলের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার জন্য দায়ী রেলের গার্ড শরিফুল ইসলামের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অভিযোগকারী রেলমন্ত্রীর আত্মীয় প্রান্তকে গণমাধ্যমের কাছে এসে ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে প্রতিবেদনে।

বিজ্ঞাপন

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলামের কাছে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, টিটিই শফিকুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ। ওই দিনের ঘটনার জন্য সুন্দরবন এক্সপ্রেসের গার্ড শরিফুল ইসলামের প্ররোচনায় যাত্রী ইমরুল কায়েস প্রান্ত লিখিত মিথ্যা অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তদন্তের প্রয়োজনে ট্রেনে কর্তব্যরত সংশ্লিষ্ট ৯ জনের বক্তব্য শুনেছি। তারা সকলেই টিটিই শফিকুলকে নির্দোষ বলেছেন।

তিনি আরও জানান, ট্রেনের গার্ড শরিফুল ইসলাম প্ররোচনার দায়ে অভিযুক্ত হয়েছেন। দক্ষতা শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। অভিযোগকারী প্রান্তকে গণমাধ্যমের কাছে এসে ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে।

গত ৫ মে ইদের ছুটি শেষে ঢাকা ফেরার উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদি থেকে বিনা টিকিটে সুন্দরবন এক্সপ্রেসে উঠে পরেন তিন যাত্রী। ওই ট্রেনের টিটিই টিকিট চেকিং করতে এলে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ও ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেয় ওই তিন যাত্রী। মন্ত্রীর আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের জন্য জরিমানা করায় টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পাকশী রেলওয়ে। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর ওই তিন যাত্রী নিজের আত্মীয় না বলে একরকম বোম ফাঁটানো বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যদিও তার একদিন বাদেই আবার ওই তিন যাত্রী তার আত্মীয় স্বীকার করে নতুন করে সমালোচিত হন। ওই আলোচনা-সমালোচনার মধ্যেই গত ৮ মে রেলমন্ত্রীর নির্দেশে টিটিই শফিকুলকে কাজে পুনর্বহাল করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটিই প্রতিবেদন জমা দিলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ টিটিই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর