Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের বাজারে অস্থিরতা: ‘কিছু’ ব্যবসায়ীকে দুষলেন চেম্বার সভাপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো : ভোজ্যতেলের বাজারে অস্থিরতার জন্য ‘অল্পসংখ্যক ব্যবসায়ী’ দায়ী বলে স্বীকার করে নিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

সোমবার (১৬ মে) দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, ‘করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি করা ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে ভোজ্যতেলের বাজারে যে অস্থিতিশীলতা বিরাজ করছে সেটি অল্পসংখ্যক ব্যবসায়ীর কারণে। সারাদেশের ৫৪ লাখ ব্যবসায়ীর মধ্যে অল্পসংখ্যক ব্যবসায়ীরা অতি মুনাফার কারণে এই অস্থিতিশীল পরিস্থিতি। তেলের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে, সেই মূল্য তালিকা টাঙাতে হবে।’

‘আইন মেনে, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে হবে। কোরবানির আগে ভোজ্যতেলের সাপ্লাই বাড়াতে হবে। এর জন্য বড় আমদানিকারকদের পাশাপাশি ছোট ছোট আমদানিকারকদের সুযোগ দিতে হবে। তাহলে সাপ্লাই বাড়বে।’

সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে দামে কিনেছেন তার ওপর সামান্য লাভ করে পণ্য বিক্রি করে দিতে হবে। দুই-একজনের লোভের কারণে দেশের সব ব্যবসায়ীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুই-একজনের কারণে সবাই দুর্ভোগে পড়ছেন। দুই একজন ব্যবসায়ীর কারণে সবার ইমেজ খারাপ হবে তা হতে দেওয়া হবে না। সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না।’

বিজ্ঞাপন

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ কারখানা থেকে সরাসরি ভোজ্যতেল বিক্রির প্রস্তাব দেন।

সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমানসহ পাহাড়তলী বণিক সমিতি, কর্ণফুলী বাজার সমিতি, চাক্তাই আড়ৎদার সমিতির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

চেম্বার সভাপতি টপ নিউজ তেলের বাজার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর