Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ভেতর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১২:০৫ | আপডেট: ১৭ মে ২০২২ ১২:০৬

ঢাকা: আশুলিয়া নবীনগরে যাত্রীবাহী বাসের ভিতর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অজ্ঞাত ওই যুবক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, সোমবার রাতে আশুলিয়া থানা পুলিশ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ সময় ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

এদিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা কল্যাণ ভবনের পার্শ্ববর্তী রাস্তায় বাসের ভিতরে যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, সাভার পরিবহনের বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে সেই বাসটি এখনও শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিচয়ও এখনও জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এমও

গণপিটুনি ছিনতাইকারী টপ নিউজ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর