Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথে আর্থিক কেলেঙ্কারি: আসামিদের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৩:০৯

ঢাকা: দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। মানববন্ধনে আয়োজকরা বলেন, ‘দুদকের এজাহারভুক্ত এসব আসামি যেন কোনভাবেই দেশত্যাগ করতে না পারে।’

মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ৫ মে ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ছয়জন হচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মিসেস রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।’

তারা বলেন, ‘মামলার চার্জশিটভুক্ত এই ছয় জনই ওয়ারেন্টযুক্ত আসামি। এরপরও কেন এসব আসামিদের গ্রেফতার করা হচ্ছে না?’

বক্তারা দাবি করেন, অভিযুক্ত প্রত্যেকেই প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। সে কারণেই তাদের গ্রেফতারে এমন গড়িমসি চলছে। কিন্তু এদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে এই সিন্ডিকেটের কবল থেকে নর্থ সাউথের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানো সম্ভব হবে না।

মানববন্ধনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা ড. সুফী সাগর সামস বলেন, ‘মূলত আজিম-কাসেম সিন্ডিকেটের কারণেই নর্থ সাউথ পরিণত হয়েছে দুর্নীতি-অনিয়ম ও জঙ্গিবাদের অভয়ারণ্যে। তাই এদের বিরুদ্ধে দুদকের মামলা নিঃসন্দেহে প্রশংসনীয়। এদের সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমও

আর্থিক কেলেঙ্কারি গ্রেফতার দাবি নর্থ সাউথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর