Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাকিত্ব ও পাওনাদারের চাপে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৪:২৫

গাইবান্ধা: পলাশবাড়ীতে অমল চন্দ্র সরকার (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের একটি আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অমল ওই গ্রামের মৃত নির্মল চন্দ্র সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বলেন, সকালে বাড়ির পাশের একটি আম গাছে অমলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানায়, এক সময়ে অমল মুদি দোকানের ব্যবসা করতেন। বর্তমানে তিনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত থাকায় অনেকে তার কাছে টাকা-পয়সা পাওনা ছিল। অমলের পরিবারও তার সঙ্গে বসবাস করতেন না। তারা বগুড়ায় থাকেন। একদিকে একাকিত্ব ও অন্যদিকে পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

গাইবান্ধা ঝুলন্ত লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর