Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৯:৪৫

ছবি: সারাবাংলা

জয়পুরহাট: জেলায় ট্রাকের ধাক্কায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ক্ষেতলাল উপজেলার কোমরগ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন তিনি।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে চাঁন মিয়া মৃত্যু হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমরগ্রাম দরগাপাড়ার কেরামত আলীর ছেলে।

এ বিষয়ে ওসি রওশন ইয়াজদানী জানান, চাঁন মিয়া কোমরগ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চাঁন মিয়া । স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার বিকালে চাঁন মিয়া মারা যান বলে জানিয়েছেন ওসি রওশন ইয়াজদানী।

সারাবাংলা/এনএস

জয়পুরহাট ট্রাকের ধাক্কা ভ্যানচালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর