Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১৭:১৬

ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। এ সময় দু’জনের মধ্যে শিক্ষার প্রসার নিয়ে আলোচনা হয়েছে।

হাইকমিশনার লিলি নিকোলস মঙ্গলবার (১৭ মে) শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে এই সাক্ষাৎ করেন।

সাক্ষাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে দক্ষ কর্মী তৈরি করতে বৃত্তিমূলক কাজে যুক্ত ব্যক্তিদের দিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে।

উপমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে একাডেমিয়া-শিল্প সংযোগ স্থাপনের কোনো বিকল্প নেই। দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষায়িত বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে গবেষণা ও উদ্ভাবনী কাজের নেতৃত্ব দিতে পারে।

সাক্ষাতে কানাডার হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রশিক্ষিত মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কানাডার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশ দূরশিক্ষণ ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারে।

কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে কানাডা বাংলাদেশকে বিভিন্ন সহায়তা দিতে পারে বলেও জানান দেশটির হাইকমিশনার।

সারাবাংলা/টিএস/টিআর

কানাডার হাইকমিশনার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর