Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে চীনা কোম্পানি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ২০:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

ঢাকা: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার বা অপারেটর হিসেবে টানেলটির নির্মাতা সংস্থা চীন সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি’ (সিসিসিসি)-কে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৮ মে) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের এ সব কথা বলেন। এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে ইতোপূর্বে অনুমোদিত ৩টি প্রস্তাবের ভেরিয়েশনসহ ৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪১০ কোটি ৬১ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘আজকের বৈঠকে পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে এলএনজি’র পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ। এটি চলতি বছরের ১২তম কার্গো আমদানি। সিঙ্গাপুরের ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ এই কার্গো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘বৈঠকে বিআরটিএ কর্তৃক ৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ৬ ধরনের মোট ৩০ লাখ ৪৫ হাজার ৯০৯ সেট নম্বরপ্লেট ও সমসংখ্যক আরএফআইডি ট্যাগ, প্রতিস্থাপনযোগ্য ১ লাখ ১০ হাজার ৫২২ ইউনিট নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ এবং ৪০ লাখ ৩৫ হাজার ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এগুলো সরবরাহের কাজটি পেয়েছে ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড’। এতে ব্যয় হবে ৮৩৫ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বৈঠকে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ কর্তৃক মরক্কো’র ওসিপি, এসএ থেকে ৫ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।’

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ’ প্রকল্পের আওতায় ১টি পাইলট মাদার ভেসেল এবং সহায়ক যন্ত্রপাতি ও সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৮৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা।

এ ছাড়াও সভায় ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্পের (প্যাকেজ নং-জি ১, লট-২)-এর আওতায় ‘সেল্ফ-প্রপেলড ব্যারেজ, সার্ভিস টাগ বোট, পনটুন উইথ মুরিং গিয়ার অ্যান্ড ডাম্ব ব্যারেজ’ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড’। এতে ব্যয় হবে ৪০ কোটি ৯০ লাখ টাকা।

অতিরিক্ত সচিব জানান, ভেরিয়েশন প্রস্তাবগুলোর মধ্যে ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’ কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকা। এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে ‘নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড’।

তিনি জানান, নৌ-পরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পের পরামর্শক সেবার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ১০ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকা। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে‘এএনএসই টেকনোলজিস’।

অতিরিক্ত সচিব জানান, এ ছাড়া ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (বরিশাল জোন)’ প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি-১০-এর পূর্ত কাজের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ৭ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করছে রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ঢালি কন্সট্রাকশন লিমিটেড এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড।

সারাবাংলা/জিএস/একে

কর্ণফুলী টানেল চীনা কোম্পানি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর