Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে দগ্ধ শিশুর হাসপাতালে মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২২ ২১:৫৫ | আপডেট: ১৮ মে ২০২২ ২২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: নিজ ঘরে আগুনে দগ্ধ এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

দুই দিন আগে ভর্তি হওয়া ওই শিশুকে বুধবার (১৮ মে) বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রিম্পি আক্তার (৯) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরফলা বাজার এলাকার আবুল কায়েসের মেয়ে।

মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার নিজ ঘরে বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয় ওই শিশু। তাকে ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে শিশুটি মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

আগুনে দগ্ধ শিশু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর