২ শিশুর বিষয়ে মা–বাবার আদালত অবমাননার শুনানি ২ জুন
১৯ মে ২০২২ ১৬:৩০
ঢাকা: দুই শিশুকে নিয়ে জাপানি মা নাকানো এরিকো এবং বাংলাদেশি বাবা ইমরান শরীফের পরস্পরের বিরুদ্ধে পৃথকভাবে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা আবেদনের ওপর শুনানি আগামী ২ জুন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।
ওই দিন গ্রীষ্মকালীন ছুটিতে দুই শিশুকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণে যাওয়ার অনুমতি চেয়ে নাকানো এরিকোর করা আবেদনের ওপরেও শুনানি হবে।
গত ১৬ মে দুই শিশুর সঙ্গে দেখা করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগ এনে শিশুদের বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আপিল বিভাগে অভিযোগ দায়ের করেন নাকানো এরিকো। এরপর দিনই দুই শিশুকে নিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। এবং তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে থাকা মামলাটি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়।
আপিল বিভাগের রায়ে বলা হয়, মামলা চলাকালে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
রায়ে বলা হয়, তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।
এর আগে, গত বছরের ২১ নভেম্বর দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম