ক্যাম্প থেকে পালিয়ে ‘মালয়েশিয়া যাত্রা’, ৩৩ রোহিঙ্গা আটক
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৯:১৫
১৯ মে ২০২২ ১৯:১৫
চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারে ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়া ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৮ মে) রাতে বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছে একটি নৌকা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ৩৩ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশু আছে। তারা রাতের আঁধারে টেকনাফের একটি ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে সমুদ্র পাড়ি দিতে নৌকায় অবস্থান করছিল। বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ আলী হায়দারের কর্মকর্তারা তাদের দেখে আটক করে।
আটক ৩৩ রোহিঙ্গাকে কোস্টগার্ডের স্থানীয় স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম