Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ দিন চিকিৎসাধীন থাকার পর ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৯:৪৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুল শিক্ষার্থী অঙ্কন দত্ত (১৭) এক মাস ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৪টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত শিক্ষার্থী মুন্সিগঞ্জ শহরের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে ও স্থানীয় কে. কে. গভর্মেন্ট ইনস্টিটিউটের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

বিজ্ঞাপন

পরিবার জানায়, গত ৭ মার্চ বিকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তুলে নিয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলো সে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানায়, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত মুন্সীগঞ্জ স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর