Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাক্কুকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ১৯:৫৬

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। ‘দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকা’র অভিযোগে তার প্রতি এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মনিরুল হক সাক্কু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবারও কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লার বর্তমান সিটি মেয়র সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’রও সাবেক যুগ্ম সম্পাদক। বিএনপি থেকে পঠানো বার্তায় বলা হয়েছে, তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এখন থেকে দলের নেতাকর্মীদের মনিরুল হক সাক্কুর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে বার্তায়।

সারাবাংলা/এজেড/টিআর

আজীবনের জন্য বহিষ্কার কুমিল্লা সিটি মেয়র কুসিক মেয়র টপ নিউজ বিএনপি থেকে বহিষ্কার মনিরুল হক সাক্কু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর