Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম, ক্লাস বর্জনের ঘোষণা


১৮ এপ্রিল ২০১৮ ১৭:৩৩

।। বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের নামে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা চারটি মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হবে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে তিনি সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মামলার আসামি করার দাবি জানান।

নুরুল হক নূর বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই আন্দোলনে নেতৃত্বদীনকারী প্রতিটি শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হোসেন।

সারবাংলা/আরএম/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর