Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২২ ১৫:০১ | আপডেট: ২০ মে ২০২২ ১৭:৫২

ছবি: রয়টার্স

ইউক্রেনের জন্য প্রায় চার হাজার কোটি টাকার নতুন সহায়তা বিল অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) পাস হওয়া বিলটি এখন সই করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়েছে। রাশিয়ার হামলা চালানোর তিন মাস পর দেশটিকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে এই বিলে অনুমোদন দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

দেশটিকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে জরুরি এই সহায়তার পক্ষে ৮৬ জন সিনেটের ভোট দিয়েছেন। আর ১১ জন রিপাবলিকান না ভোট দিয়েছিল। এটি এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সবচেয়ে বড় মার্কিন সহায়তা।

বিজ্ঞাপন

ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য দেশটিতে মার্কিন সেনা না পাঠিয়ে সহায়তা দেওয়ার জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের আইন প্রণেতারা জোর দিয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত কূটনীতিক ব্রিজেট ব্রিঙ্ককে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয় সিনেট। ওই পদটি গত তিন বছর ধরে খালি ছিল।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ মর্কিন যুক্তরাষ্ট্র