Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: আমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২২ ১৮:১৮

ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘এখনও অনেক দেশ আমাদের গ্রহণ করতে পারেনি। তারা আমাদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে। তাদের প্রচেষ্টা থাকবে আমাদের উন্নয়ন ব্যহত করা।’

শুক্রবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমু বলেন, ‘যে পাকিস্তান আমাদের এত ঠকালো, আজ উন্নয়নের ধারায় আমরা তাদের থেকে এগিয়ে। আমাদের এক টাকা পাকিস্তানের দুই টাকা ১০ পয়সার সমান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য না করতে পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেকসহ অনেকে।

অনুষ্ঠানে সদর উপজেলার আওতাধীন ১০ ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ আমির হোসেন আমু ঝালকাঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর