গাজীপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৩:০২ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:১০
২১ মে ২০২২ ১৩:০২ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:১০
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার অরিক্ষত গেটে ট্রেনের ধাক্কায় পিকআপের তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন- গাজীপুর জেলার পূবাইল থানাধীন বড় কয়ের গ্রামের মো. রাফির ছেলে জাকির (২২), একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং নারায়ণগঞ্জ জেলার মো. মহসিন মিয়া (৫০)।
আড়িখোলা রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে একটি অরক্ষিত গেটে নাগরী এলাকা থেকে ছেড়ে আসা একটি তাল ভর্তি পিকআপকে ধাক্কায় দেয় ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
সারাবাংলা/এএম