Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২২ ১৪:১১ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:৩১

ভ্লাদিমির পুতিন, ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘প্রযুক্তিগত সার্বভৌমত্বের’ আহ্বান জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় শুক্রবার (২০ মে) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে দেশে সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা একেবারে সমন্বিতভাবে করা হচ্ছে।

বিজ্ঞাপন

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে তিনি আরও বলেন, হামলাগুলোর লক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল।

পুতিন বলেন, ‘বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যতদ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

সারাবাংলা/এএম

পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর