ভ্যানে বাসের ধাক্কা, ১৩ পুলিশ আহত
২১ মে ২০২২ ১৪:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের ভ্যানে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। তবে আহতরা শঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইন প্রু (২২) এবং মাসুদ (২৩)।
আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে এবং তিনজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ও একজনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান সারাবাংলাকে জানিয়েছেন, নগরীর উত্তর কাট্টলী এলাকায় শিল্প পুলিশের চট্টগ্রামের সদর দফতরে ওরিয়েন্টেশন কোর্সে যোগ দিতে পুলিশ সদস্যরা গিয়েছিলেন। বৃষ্টিপাতের কারণে এই কর্মসূচি বাতিল করা হলে তারা খুলশীতে শিল্প পুলিশের অফিসে ফিরে যাচ্ছিলেন। তাদের বহনকারী ভ্যানকে অলঙ্কার-সাগরিকা রুটের একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ১৩ জন সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। আহতদের মধ্যে প্রচুর রক্তক্ষরণের কারণে দু’জনকে রক্ত দিতে হয়েছে। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক নাজমুল জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এসএসএ